নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৫

বন্দরে অটোরিক্সাসহ চালক নিখোঁজ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৬, ৩১ জানুয়ারি ২০২৪

বন্দরে অটোরিক্সাসহ চালক নিখোঁজ

অটোরিক্সা নিয়ে কাজের উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে আল আমিন  (৩৮) নামে এক দিনমজুর নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আটোচালক আল আমিন বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে।  

এ ঘটনায় নিখোঁজের স্ত্রী মাহিনুর বেগম বাদী হয়ে বুধবার (৩১ জানুয়ারী)  দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং-১৪১৩ তাং- ৩১-১-২৪। এর আগ গত মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকেলে বন্দর থানার মদনগঞ্জ ইসলামপুর এলাকা থেকে কাজের উদ্দেশ্য  বের হয়ে ওই অটোরিক্সা চালক নিখোঁজ হয়।

নিখোঁজ জিডি বাদিনী গণমাধ্যমক জানিয়েছে, আমার স্বামী আল আমিন একজন দিনমজুর। সে দীর্ঘ দিন ধরে অটোরিক্সা চালিয়ে জিবীকানির্বাহ করে আসছে। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকেল ৪টা  কাজের উদ্দেশ্য অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। তার ব্যবহাকৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় ।

অনেক স্থানে খোঁজাখুজি করে আমার স্বামীর কোন খোঁজ খবর না পেয়ে এ ব্যাপারে আমি বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করি। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ অটোরিক্সা চালককে সন্ধান পাওয়া জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।