নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪

বন্দরে চুন কারখানায় পাথর পড়ে শ্রমিক নিহত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৪, ৩০ জুন ২০২৪

বন্দরে চুন কারখানায় পাথর পড়ে শ্রমিক নিহত 

বন্দরে  একটি চুন কারাখানার পাথর ভাঙ্গার মেশিনের হভার থেকে পাথর পড়ে  এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল আজিজ (৫৫)। রোববার (৩০ জুন) দুপুর ১২টায় বন্দর উপজেলার কেওঢালা এলাকায় আউয়াল এন্ড ব্রাদার্স কেমিক্যাল নামক চুনা কারখানায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আজিজ মুছাপুর ইউপির ভাটগাঁও গ্রামের  মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি ওই কারখানায় মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। বন্দর থানা পুলিশ ৯৯৯ কল পেয়ে  বিকালে  লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করেন। 

জানাগেছে, উপজেলার ধামগড় ইউপির কৈড়ইয়াবাড়ি এলাকার আউয়াল মিয়ার মালিকানাধীন মদনপুর ইউপির কেওঢালা এলাকায় অবস্থিত আউয়াল এন্ড ব্রাদার্স নামে চুন ফ্যাক্টরীতে পাথর ভাঙ্গার মেশিন অপারেটর হিসাবে কাজ করতেন আব্দুল আজিজ। 

প্রতিদিনের ন্যায় রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে আজিজ বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় মেশিনের হাভার কাত হয়ে উপর থেকে পাথর পড়ে আজিজের  মাথা, পায়ে-হাতে ও বুকে আঘাত লাগে এবং এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এর সত্যতা নিশ্চিত করে জানান, এই মৃত্যু নিয়ে নিহতের স্বজনদের কোন আপত্তি বা অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তেই লাশ স্বজনদের বুজিয়ে দেয়া হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।