আনন্দ ঘন পরিবেশে বাংলাদেশ সাম্যবাদী দল এম.এল এর বন্দর থানা কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৫ সেপ্টম্বর) বিকেল ৫টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে এ কমিটি ঘোষনা করা হয়।
কমিটি গঠনকালে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ সাম্যবাদী দল এম,এল কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড সাঈদ আহাম্মেদ। ওই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাম্যবাদী দল নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ- সভাপতি কমরেড আবুল হোসেন বয়াতি ও একই কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড জাকির সিকদার প্রমুখ।
সবার সম্মতিক্রমে সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পদে রাহাদ রাজ ও সাংগঠনিক সম্পাদক পদে সাজ্জাদ মৃধাকে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট বন্দর থানা কমিটি ঘোষনা করা হয়। বাংলাদেশ সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কমরেড সাঈদ আহাম্মেদ নবগঠিত কমিটির উজ্জল সাফল্য কামনা করেছেন।