নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসী ক্যাডার সুমন বিএনপিতে যোগ দিতে মরিয়া 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৩, ৯ নভেম্বর ২০২৪

নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসী ক্যাডার সুমন বিএনপিতে যোগ দিতে মরিয়া 

সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হামলা ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের ১৯ শে জুলাই শুক্রবার সকাল থেকে  রাত পর্যন্ত নারায়ণগঞ্জে মন্ডলপাড়া ব্রিজ থেকে ২ নং রেলগেট চাষাড়া  শিবু মার্কেট জালকুড়ি হয়ে সিদ্ধিরগঞ্জ ও বিভিন্ন পাড়া মহল্লায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তাঁতীলীগ ও ছাত্রলীগ নিয়ে শামীম ওসমান ও তার পুত্র অয়ন ওসমান অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দেয়। 

নিষিদ্ধ জেলা ছাত্রলীগ নেতা রাফেল, আহমেদ কাউসার, ভিপি রিয়াদ ও টিপু সুলতান আরো অনেকেই দেখা যায় অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দিতে ফতুল্লার নিষিদ্ধ ছাত্রলীগের টিপু সুলতান বাহিনীর প্রধান ছাত্রলীগ ক্যাডার ও কিশোর গ্যাং  লিডার মাহাবুব আলম সুমন বৈষম্য বিরোধী ছাত্রদের উপর টিপু সুলতানের সাথে থেকে হামলা চালায় দেশীয় অস্ত্র নিয়ে, সরকার পতন হওয়ার আগ পর্যন্ত ছাত্র ও সাধারণ জনগণের উপর হামলা চালায় এই মাহাবুব আলম সুমন, সরকার পতন হওয়ার দিন ৫ তারিখ ছাত্র ও জনগণের সাথে মিলে ছবি তুলে নিজেকে দেশ প্রেমিক বলে পরিচয় দেয়।

২৩ শে জুলাই নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার ও কিশোর গ্যাং  লিডার মাহাবুব আলম সুমন সিএনএন বাংলা টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. শেখ কাউসার ও তার ১৪ মাসের পুত্র সন্তানের উপর হামলা চালায় এরপর বিভিন্ন পত্রপত্রিকায় ও অনলাইন মিডিয়াতে তার নামে লেখা লিখি হয় বর্তমানে মাহাবুব আলম সুমন বিএনপিতে যোগ দিতে মরিয়া হয়ে উঠেছে মাহাবুব আলম সুমনের বোনের মেয়ে নারায়ণগঞ্জ বাম দল করার কারণে মাহাবুব আলম সুমন নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে ঘুরে বেড়ায় ।

সিএনএন বাংলা টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. শেখ কাউসারের নামে কোর্টে একটি মিথ্যা মামলা দায়ের করে নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার মাহাবুব আলম সুমন।

সাংবাদিক শেখ কাউসার বলেন আমি ২৩ জুলাই বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলে জেলা পরিষদ থেকে আমার স্ত্রী ও পুত্র সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে শিবু মার্কেট অতিক্রম করি পশ্চিম লামাপাড়া আসলে আমার মোটরসাইকেল গতিরোধ করে আমার উপর হামলা চালায় সন্ত্রাসী মাহাবুব আলম সুমন ও তার কিশোর গ্যাং বাহিনী নিয়ে , ঘটনা স্তরে  আমি আমার পুত্র আহত হলে ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি  করি কিন্তু তখন আইনগত কোন সুবিধা না পেয়ে  পরে আমি নারায়ণগঞ্জ কোর্টে একটি  মামলা করি নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার  মাহাবুব আলম সুমনের নামে। 

সন্ত্রাসী মাহবুব আলম সুমন আমার স্ত্রীকে ফোন দিয়ে মামলা তুলে নেওয়ার জন্য ভয়-বৃত্তি দেখায় বর্তমানে  আমার স্ত্রী আমার পুত্র সন্তানকে নিয়ে রাস্তায় বের হতে ভয় পায়।আমি সাংবাদিক শেখ কাউসার সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে 

ফতুল্লার বিভিন্ন জায়গায় মাহাবুব আলম সুমনের বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কার্যক্রম কিশোর গ্যাং বাহিনী নিয়ে এখনো বেপরোভাবে আছেন বলে জানায়এলাকাবাসী।