নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০২ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে সেনাবাহিনী পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৮

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫১, ২৫ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ে সেনাবাহিনী পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৮

সোনারগাঁয়ে সেনাবাহিনী পরিচয়ে ডাকাতি করার সময় অস্ত্রসহ ৮ সন্ত্রাসীকে আটক করে যৌথবাহিনীর নিকট হস্তান্তর করেছে জনতা।

আটককৃতরা হলে- মো. সালমান (১৯), মো. সাব্বির আলম (১৮), মো. মেহেদী হাসান (২০), মো. বোরহান উদ্দিন  (২০), মো. আব্দুল্লাহ (২০), মো. হাসান (২১), মো. মেহেদী হাসান (২০), মো. তাছিন আহম্মেদ (১৯)।

এসময় তাদের কাছ থেকে ২টি শর্টগান, ১টি ছুরি, ১টি লোহার রড, ৩টি লাঠি ও ৭ জোড়া বুট উদ্ধার করা হয়। 

সোমবার (২৫ নভেম্বর) মধ্যরাতে উপজেলার সম্ভুপুড়া ইউনিয়নের মোনারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকেলের দিকে আটককৃতদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।