নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৭, ২৯ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ সোনারগাঁ  উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি  সাফির উদ্দীন মজনু নেতৃত্বে গণসংযোগ ও তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

শুক্রবার ২৯ নভেম্বর বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নে বাংলাবাজার এলাকায় এ লিফলেট বিতরন করা হয়।

এসময়  উপজেলা বিএনপির সহ যুগ্ম সম্পাদক এডভোকেট আবদুর রহিম,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মোহন,সোনারগাঁ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাজী সুমন, সনমান্দী ইউনিয়ন যুবদলের সভাপতি খন্দকার রেজাউল হক,আবু বক্কর, জাহিদুল ইসলাম সুমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জাহিদুল ইসলাম সুমন,সোনারগাঁ সরকারি ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়সাল,ছাত্রদল নেতা আবু সিদ্দিক, সৈকত স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এই সময় সাফির উদ্দীন মজনু বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামীদিনে যদি আল্লাহ ক্ষমতায় আনেন তাহলে তিনি ৩১ দফা বাস্তবয়ন করবেন।

আমাদের জাতির জন্য ভবিষৎ প্রজন্মের জন্য এমন একটা অবস্থা হবে যে, আর কেউ কখনও কোন অন্যায় করার সাহস পাবে না। আমাদের ছাত্রদের আর জীবন দিতে হবে না। আমাদের রাস্তায় আর সংগ্রাম করতে হবে না।