নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ জুলাই ২০২৫

বন্দরে তুলার মিলে অগ্নিকাণ্ড 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৫, ৩০ নভেম্বর ২০২৪

বন্দরে তুলার মিলে অগ্নিকাণ্ড 

বন্দরে মা এন্টারপ্রাইজ নামের একটি তুলার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে বন্দর উপজেলা  ধামগড় ইউনিয়নের ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।  

অগ্নিকাণ্ডে ওই ফ্যাক্টরির মেশিন পত্র, তুলা ও কাঁচামাল ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের  কোন খবর পাওয়া যায়নি।  বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

বন্দর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

এতেই কারখানার মেশিনপত্র,  তুলা ও কাঁচামাল পুড়ে যায়। বেলা দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে বলে তিনি জানান।