নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৭ আগস্ট ২০২৫

বেতনের দাবিতে বন্দরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৭, ২৫ জুন ২০২৫

বেতনের দাবিতে বন্দরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টোটাল ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা। বুধবার দুপুরে মহাসড়কের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকার চট্টগ্রামমুখী লেনে তারা এ বিক্ষোভ মিছিল করেন। 

শ্রমিকদের প্রায় এক ঘন্টা অবরোধের কারণে মদনপুর এলাকা থেকে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আস্বস্ত করলে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। 

আন্দোলনরত শ্রমিকরা জানান, কয়েক বছরের সার্ভিস চার্জসহ তাদের ২-৩ মাসের বেতন বকেয়া রয়েছে। আমাদের বেতন না দিয়েই মালিক কর্তৃপক্ষ তাড়াহুড়ো করে ফ্যাক্টরী বন্ধ করে দেওয়ার পায়তারা করছে। তাই আমরা বাধ্য হয়ে সড়কে নেমেছি। 

টোটাল ফ্যাশন লিমিটেডের ম্যানেজার মো. কবির হোসেন বলেন, কারখানা বন্ধের কথাটি সত্যি নয়। আমাদের কারখানার অবস্থা ভালো না হওয়ার স্বত্ত্বেও চালিয়ে যাচ্ছি। আগামী ১০ জুলাইয়ের মধ্যে আমরা শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবো। এতে শ্রমিকরা সম্মত হয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন। 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল। তবে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের আশ্বস্থ করার পর তারা সড়ক থেকে সরেছেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।