
রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ‘শুটার শামীম’ এর বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট।
এ সময় শামীম পালিয়ে গেলেও বাসায় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ৩০ লাখ টাকার সমপরিমাণ চেক, একটি ট্রেড লাইসেন্স ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বাচল আর্মি ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে অরও উল্লেখ রয়েছে, সেনাবাহিনী নিয়মিতভাবে দেশের প্রচলিত আইন ও সংবিধানের আলোকে জননিরাপত্তা রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।