
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে শিক্ষার্থীদের বাঁচাতে হঠাৎ ব্রেক কষে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে আমিজউদ্দীন পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পাশে দাঁড়িয়ে থাকা তিন শিক্ষার্থী আহত হন। আহতদের গ্রীন ইউনিভার্সিটির নিজস্ব পরিবহনে ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।
গ্রীন ইউনিভার্সিটির প্রশাসনিক শাখা জানায়, আহতদের মধ্যে মো. ইয়াসিন আরাফাত (২১) নামে বিবিএ বিভাগের এক শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি দুজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণে চিটাগংরোড থেকে মৌচাক পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করেন।
জুলহাস উদ্দিন জানান, ভোরে গ্রিন ইউনিভার্সিটির একটি বাস ডেলিগেটেড লাইনে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রী তুলছিল। এ সময় কয়েকজন শিক্ষার্থী রাস্তা পার হচ্ছিলেন। শিক্ষার্থীদের বাঁচাতে ‘ইটনা পরিবহন’ বাসটি হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝের ডিভাইডারে ধাক্কা দেয় এবং উল্টে যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায় ও বাসটি সরিয়ে নেয়। পরে সার্ভিস লেনের এক পাশ ও সড়কের মাঝের লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।