নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৭ আগস্ট ২০২৫

অসহায় নারীকে হত্যার হুমকি, থানায় অভিযোগ   

সিদ্ধিরগঞ্জে বেপরোয়া সন্ত্রাসী আসিফ ও তার বাহিনী 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৫৩, ২৬ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে বেপরোয়া সন্ত্রাসী আসিফ ও তার বাহিনী 

সিদ্ধিরগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী-চাঁদাবাজ আসিফ ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাসিমা (৩৮) নামে এক ভুক্তভোগী অসহায় নারী। সোমবার (২৫ আগস্ট) দুপুরে তিনি এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায়, ভুক্তভোগী ওই নারী দীর্ঘদিন ধরে আদমজী সংলগ্ন রিমি গার্মেন্টসের গেটের উত্তর পাশে কাঁচামালের দোকান চালিয়ে জীবিকা নির্ভর করে আসছিলেন। কিন্তু চিহ্নিত সন্ত্রাসী আসিফ (৩০) ও তার সহযোগী ৭-৮ জন নিয়মিত দোকানে এসে গালিগালাজ, ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছিল।

সর্বশেষ গত রবিবার তারা দোকানে এসে জানায় এই জায়গা না ছাড়লে এখানেই কবর দেওয়া হবে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন। তার দাবি, আসিফ একজন চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। তার অত্যাচারে গোটা এলাকা অতিষ্ঠ হয়ে উঠেছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, আদমজী চাষারা সড়কে রিমি গার্মেন্টসের মূল ফটকের পাশে সরকারি জায়গা দখল করে ফুটপাতের দোকান গড়ে তোলা হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, এসব দোকান থেকে নিয়মিত চাঁদা তোলে আসিফ। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের দোকান জোরপূর্বক সরিয়ে দিয়ে অন্যকে ভাড়া দেয়। রাতে এখানে বহিরাগতদের আড্ডা বসে, চলে মাদক সেবন ও ছিনতাইয়ের পরিকল্পনা।

টিএনটির এক কর্মকর্তা জানান, আসিফ সরকারি জায়গা দখল করে দোকান ভাড়া দেয় এবং নিজস্ব বাহিনী দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। প্রায় সময় তার নেতৃত্বে ছিনতাই হয়। তবে আসিফ দাবি করে সরকারি জায়গা পরিত্যক্ত থাকায় দোকান বসানো হয়েছে, সরকারের প্রয়োজন হলে সরে যাবে।

অথচ বাস্তবে দেখা যায়, প্রতিনিয়ত সেখানে বহিরাগতদের সমাগম ঘটে এবং অপরাধমূলক কর্মকাণ্ড চলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রিমি গার্মেন্টসের একাধিক নিরাপত্তাকর্মী জানান, আসিফ ও তার সহযোগীরা প্রায়ই রাতে সেখানে জড়ো হয়। এরপর মোটরসাইকেলযোগে বের হয়ে পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান জিনিস ছিনতাই করে। প্রায়ই দেখা যায় সেখানে মাদক সেবনের দৃশ্য।

স্থানীয় সূত্রে জানা যায়, আসিফের সহযোগী সৌরভের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা রয়েছে, যার একটি ছিনতাই মামলা। এলাকাবাসীর দাবি, আসিফ ও আশিকের নেতৃত্বে গড়ে ওঠা এই চক্রের কারণে গ্যাসলাইন ও আশপাশের মানুষজন ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অলিউল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আনুষ্ঠানিক অভিযোগ পাইনি, তবে সম্প্রতি কিছু দুষ্কৃতিকারীর ছিনতাই কার্যক্রম আমাদের নজরে এসেছে। এবারে অভিযোগ পাওয়া গেল, তাই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।