
আদালতের চলমান মামলা প্রত্যাহার না করার জের ধরে বন্দরে সদ্য প্রবাস ফেরৎ ছোট ভাইকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
এ ঘটনায় আব্দুল বাতেন মিয়া বাদী হয়ে হারুন অর রশিদ, দেলোয়ার হোসেন, আক্তার হোসেন, টিপু ও দিপু নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে বুধবার (১০ সেপ্টম্বর) সকাল ৮টায় বন্দর থানার লক্ষনখোলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে,বন্দর থানার দক্ষিণ লক্ষনখোলা এলাকার মৃত নূর উদ্দিন মিয়ার ছেলে আব্দুল বাতেন মিয়ার সাথে একই থানার উত্তর লক্ষনখোলা এলাকার মৃত অলিউল্লাহ মিয়ার ২ ছেলে হারুন অর রশিদ ও দেলোয়ার হোসেন গংদের সাথে দীর্ঘ দিন ধরে আমার পৈত্রিক ও ক্রয় সূত্রে পাওয়া জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। উল্লেখিত বিবাদীগন প্রতিনিয়ত অভিযোগের বাদী আব্দুল বাতেন মিয়া ও তার পরিবারকে নানা ভাবে হয়রানি করে আসছে।
এর ধারাবাহিকতায় বুধবার সকাল ৮টায় উত্তর লক্ষনখোলা এলাকার মৃত অলিউল্লাহ মিয়ার ২ ছেলে প্রতিপক্ষ হারুন অর রশীদ ও তার ভাই দেলোয়ার হোসেন দক্ষিন লক্ষনখোলা এলাকার মৃত সোবহান মিয়ার ছেলে আক্তার হোসেন ও একই এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ২ ছেলর টিপু ও দিপুসহ অজ্ঞাত নামা ২/৩ জন সন্ত্রাসী অ়ভিযোগের বাদী ছোট ভাই সদ্য প্রবাস ফেরৎ সামসুজ্জহা কে রাস্তায় পথ রোধ করে মামলা তুলিয়া নেওয়ার জন্য হুমকি প্রদান করে এবং বাসায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
ওই সময় অভিযোগের বাদী উল্লেখিত বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীরা মিলে সদ্য প্রবাস ফেরৎ ছোট ভাইয়ের উপর চড়াও হয়। ওই সময় আমার ভাইয়ের স্ত্রী আমাদের বাঁচাইতে এগিয়ে আসলে ওই সময় সন্ত্রাসী টিপু ও দিপু শাবল নিয়ে প্রবাস ফেরৎ ছোট ভাইকে আঘাত করার জন্য চেষ্টা করে।
ডাকচিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় হামলাকারিরা আমাদেরকে প্রাননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে তাদের হুমকি দামকি কারনে আমিসহ আমার সদ্য প্রবাস ফেরৎ ছোট ভাই ও তার পরিবার চরম আতংকে মধ্যে রয়েছে।