নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক খাইরুলের দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০২:১৩, ৮ জুলাই ২০২১

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক খাইরুলের দাফন সম্পন্ন

দৈনিক স্বদেশ প্রতিদিন’র সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ খায়রুল হাসানের (৪৪) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৭ জুলাই) বাদ যোহর সিদ্ধিরগঞ্জের আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদের দ্বিতীয় নামাজের জানাজা শেষে তার মরদেহ ওই কবরস্থানে দাফন করা হয়। এসময় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ তার নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন।
এরআগে দুপর ১২টায় নাসিকের ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন :সিদ্ধিরগঞ্জে সাংবাদিক খাইরুল হাসান আর নেই

বুধবার ভোররাত ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খাইরুল হাসান মারা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ বহু গুনগাহী রেখে গেছেন। তিনি আদমজী হাই স্কুলের ৯৭ ব্যাচের ছাত্র ছিলেন। মরহুম খায়রুল হাসান পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড পাইনাদী নুতন মহল্লা সুলতানের মোড় এলাকায় বসবাস করতেন। 

সম্পর্কিত বিষয়: