নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৯ মে ২০২৪

আড়াইহাজারে শীতার্ত মাঝে কম্বল বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:২৮, ২২ ডিসেম্বর ২০২৩

আড়াইহাজারে শীতার্ত মাঝে কম্বল বিতরণ

যেকোনো দুর্যোগ মোকাবিলায় দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আলোর পথযাত্রী পাঠাগার। প্রতিবছরের মত এবছরও আলোর পথযাত্রী পাঠাগার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। 


শুক্রবার বিকেলে (২২ ডিসেম্বর) দুই শতাধিক অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে পাঠাগারটি।


এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। বাঁচবো বাঁচাবো সমাজসেবা সংগঠনের সভাপতি ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান লাক মিয়া, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি  মাসুম বিল্লাহ,  সাধারণ সম্পাদক মজিবুর রহমান, আলোর পথযাত্রী পাঠাগারের সভাপতি সফুরউদ্দিন প্রভাত, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন মোল্লা সাজিদ প্রমুখ। 


কম্বল পেয়ে ছোট বিনাইরচর এলাকার ষাটোর্ধ্ব ফাতেমা বেগম বলেন, আমার স্বামী নেই। মেয়েটি প্রতিবন্ধী হয়ে ঘর পড়ে আছে। এই কম্বলটা ওকে দেব, শীতের হাত থেকে তো বাঁচতে পারবে। যারা কম্বলটা দিলেন, তারা যেন অনেক দিন বেঁচে থাকে। সৃষ্টিকর্তা তাদের ভালো রাখুক।  

 

শিশু তরী রাণী বিশ্বান ঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে জানায়, কম্বল পেয়ে সে খুব খুশি হয়েছে। কম্বলের রঙটি তার খুবই পছন্দ হয়েছে। 

 

ঝাউগড়া গ্রামের উত্তম চন্দ্র বলেন, “আমার ছেলে অনন্ত চন্দ্র দত্ত গ্রামের স্কুলে ৫ম শ্রেণিতে পড়ে। শীতে রাতে খুব কষ্ট করে। আজ আমি খুবই খুশি। লেখাপড়া করার সময় শীতে কম্বল গায়ে দিয়ে ছেলেকে পড়তে বসাতে পারবো।”

 

সোয়েটার পেয়ে দাসপাড়া গ্রামের অটো রিক্সা চালক শরীফ মিয়া জানায়, “এবারে ঠান্ডা খুবই বেশি। ঠাণ্ডার চোটে গাও থর থর করে কাঁপে। শীতের সোয়েটার পাওয়ায় আজ থেকে ঠান্ডা আর লাগবে না। 

 

শীত বস্ত্র নিতে আসা আল আমিন, আঃ মতিন,  মকবুল হোসেন, কামাল হোসেন, হাজেরা বেগম, তরী রাণী বিশ্বাস, মিয়াজউদ্দিন, আলী হোসেন, ইলিয়াছ, শাহ আলম, মজিব, সেলিম, আইয়ুব, রুহুল আমিন, মনির হোসেন, ওসমান, সূর্য চন্দ্র দাস, দিগন্ত চন্দ্র দাস, টাপুর বিশ্বাস, স্বপ্নশীল সরকারসহ অসহায় শীতার্ত মানুষ কনকনে শীতের কম্বল পেয়ে উচ্ছাস প্রকাশ করতে দেখা যায়। 


 

সম্পর্কিত বিষয়: