ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে কম্বল বিতরণ করেন।
রবিবার (২৮ জানুয়ারি) বাদ আসর নগর কার্যালয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি বলেন, প্রচণ্ড শীতে অসহায় মানুষ কষ্ট পাচ্ছে। তাদের পাশে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি মাও. হাবিবুল্লাহ হাবিব, সেক্রোরি মুহা. সুলতান মাহমুদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব আ. রহমান রোমান প্রধান প্রমুখ নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, পাঠ্যপুস্তকে অসংগতিপূর্ণ বিষয় বাদ দিয়ে শিক্ষামূলক বিষয় অন্তর্ভূক্ত করতে হবে। আগামী প্রজন্মকে মূর্খতা থেকে বাঁচাতে কর্মমুখী শিক্ষা সিলেবাস প্রণয়ন করা সময়ের দাবি।