
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেসক্লাব এর ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের আড়াইহাজার উপজেলা সংবাদদাতা মোহাম্মদ মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মজিবুর রহমান নির্বাচিত হয়েছেন। শনিবার (১ অক্টোবর) নতুন এ কমিটি গঠন করা হয়।
নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি- মোহাম্মদ শাহজাহান কবির (দৈনিক বংলাদেশ টুডে), সহ সভাপতি- মোঃ আল আমিন ( দৈনিক ইনকিলাব),যুগ্ম সাধারণ সম্পাদক- বাদল আহম্মেদ ( দৈনিক বাংলাদেশের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক- শাহাজাহান সিরাজ (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক- মোঃ জিয়াউর রহমান (দৈনিক দেশ), কোষাধ্যক্ষ- মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব (দৈনিক জনতা), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- সোলায়মান হাসান (দৈনিক বাংলাদেশ বুলেটিন), দপ্তর সম্পাদক- মোহাম্মদ জাহিদুল হক (সাপ্তাহিক আমাদের আড়াইহাজার), প্রচার সম্পাদক- মোহাম্মদ কামরুল ইসলাম (সাপ্তাহিক আমাদের আড়াইহাজার), কার্যকরী সদস্য- রশিদ আহম্মেদ হাজারী (দৈনিক নয়াদিগন্ত), কার্যকরী সদস্য- মোস্তফা কামাল (বিজয় টিভি), কার্যকরী সদস্য- মনিরুজ্জামান সরকার (দৈনিক দেশের আলো), কার্যকরী সদস্য- মোহাম্মদ জাকির হোসেন (দৈনিক ভোরের দর্পন)। নির্বাচনে সমকালের সফুর উদ্দীন প্রভাত ও যায়যায় দিনের রফিকুল ইসলাম রানাসহ ১০ জন বিশিষ্ট সাংবাদিককে উপদেষ্টা মনোনীত করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা প্রেসক্লাবের আহবায়ক শাহজাহান কবির । পরিচালনা করেন সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি ছিলেন, সরকারী সফর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর গিয়াস উদ্দীন আহমেদ।