নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

মুসলিনগরে প্রিমিয়ার লীগ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০২, ৮ নভেম্বর ২০২৪

মুসলিনগরে প্রিমিয়ার লীগ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

মুসলিনগর যুব সমাজের উদ্যােগে প্রিমিয়ার লীগ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর শুক্রবার বিকালে ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নের মুসলিম নগর যুব সমাজের উদ্যােগে প্রিমিয়ার লীগ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রেনহীল ৬ গোল বনাম স্পিরিট স্টার ৩ গোল  ছয় গোলে বিজয়ী হয়ে রেনহীল ফাইনাল ট্রফি জিতে নেন। ট্রফি জিতে দলের অধিনায়ক মামুন সরকার খুশিতে আবেগ আপ্লুত হয়ে বলেন আমরা অনেকগুলো দলের সাথে খেলে আজকের এই ট্রফি জিতেছি তাই প্রাপ্তিটা বিশাল বলে বুজানোর মতো নয়। এসময়

রানার্স আপ দলের অধিনায়ক প্রান্ত তার পুরো টিম নিয়ে আগামীতে  হওয়ার স্বপ্ন বুনেন। মুসলিম নগর যুব সমাজের উদ্যােগে প্রিমিয়ার লীগ ফুটবলের ফাইনাল খেলার অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আবদুল মোমিন যুব সমাজের উদ্যেশে বলেন আজকের যুবক আগামীদিনের ভবিষ্যৎ তারা খেলা ধুলায় মনোযোগী হলে পথ হারাবেনা বাংলাদেশ। তিনি আরো বলেন "খেলা ধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল " সমাজের সকালেই এগিয়ে আসলে আলোকিত সমাজ গড়বে আগামীর যুবক। 

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব শরীয়তউল্লাহ, সমাজ সেবক মোস্তফা, বিশিষ্ট সমাজ সেবক জাকির হোসাইন, আব্দুল মোতালেব প্রমুখ।

 

সম্পর্কিত বিষয়: