নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫

সোনারগাঁয়ে সেলিম-সাঈদ ক্রিকেট টূর্ণামেন্টের জার্সি উন্মোচন ও মতবিনিময় 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:০৩, ১৩ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ে সেলিম-সাঈদ ক্রিকেট টূর্ণামেন্টের জার্সি উন্মোচন ও মতবিনিময় 

"কলম ধরো, জীবন গড়ো, খেলা ধরো মাদক ছাড়ো" এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টূর্ণামেণ্ট'র জার্সি উন্মোচন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার "সোনারগাঁ রয়েল রিসোর্ট" এ মোড়ক উন্মোচন করা হয়।  

অনুষ্ঠানের জার্সির মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান বেপারী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ক্রিড়া মোদী একরামুল হক বাদল। 


টুর্নামেন্টে ঘরোয়া লিগের ক্রিকেটারদের পাশাপাশি খেলবেন জাতীয় দলের  ক্রিকেটাররাও,এছাড়া হারুন-অর-রশিদ,আরিফ প্রধান, আল-আমিন বেপারী, মাসুদ বেপারী, মাহবুব বেপারীর সার্বিক তত্ত্বাবধানে পুরো টূর্ণামেন্টটি পরিচালনা করা হবে বলে জানান আয়োজক কমিটি।

 আগামী ২৪ শে নভেম্বর থেকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুলের ক্রিকেট মাঠে ১৬ টি দল নিয়ে "নক আউট" পর্বের মাধ্যমে খেলাগুলো অনুষ্ঠিত হবে। দলগুলো হচ্ছে - সাঈদ স্মৃতি একাদশ,বেপারী একাদশ, কাদিরগঞ্জ কিংস একাদশ, আষাঢ়িয়ার চর গোল্ডেন স্টার ক্লাব, সুবর্ণ ক্রিকেট একাডেমি, সোনারগাঁ ৯৯ নোবেল মীর একাদশ, পৌরসভা ইয়াং স্টার, সোনারগাঁ ফাইটার্স, সোনারগাঁ প্রেস একাদশ, মোগরাপাড়া ইউনিয়ন একতা সংঘ,  মাইটি ম্যাভরিক্স, বনানী ব্লাস্টার,জিনিয়াস ক্রিকেট একাডেমি, নবাবগঞ্জ মাহিন একাদশ,  গজারিয়া ক্রিয়া স্পোর্টিং ক্লাব, ইউবিএ গ্ল্যাডিএটোর্স ক্রিকেট ক্লাব। 
 

সম্পর্কিত বিষয়: