
করোনা কালিন পরিস্থিতিতে কর্মহীন হয়ে অসহায় অবস্থায় দিনাতিপাত করছিলেন ১৭নং ওয়ার্ডের বাসিন্দা বাবলু মিয়া। দিশেহারা হয়ে পড়েছিলেন পরিবার নিয়ে।
এ খবর ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর কাছে গেলে তিনি ওই পরিবারটিকে সাবলম্বী করার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতার মঙ্গলবার রাতে বাবুল দম্পতিকে ডেকে তাদের হাতে একটি পিকআপের চাবি তুলে দেন।
এ বিষয়ে কাউন্সিলর আব্দুল করিম বাবু জানান, মানুষকে সেবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। বর্তমান করোন পরিস্থিতি অনেকে কষ্টকর অবস্থায় আছে। আমরা যদি সমাজে একে অপরের পাশে দাড়াই তাহলে সমাজটা সুন্দরভাবে গঠিত হবে।