নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৩ মে ২০২৫

বন্দরে ২৯৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:১৭, ১ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে ২৯৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর থেকে ২৯৮ বোতল ফেনসিডিলসহ সৈয়দ মোহাম্মদ হাসান (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। আটককৃত মাদক কারবারিকে নোয়াখালী জেলার কবিরহাট থানার সৈয়দ জহির উদ্দিনের ছেলে।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। এরআগে রবিবার গভীর রাতে বন্দরের চানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সনদ বড়ুয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছে আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল স্বল্পমূল্যে ক্রয় করে এনে তা ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।