নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৫ অক্টোবর ২০২৫

বন্দরে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৬, ১৮ জুন ২০২৫

বন্দরে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

বন্দরে নাসিক ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ অলিম্পিয়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

নিহত গৃহবধূর নাম সানজিদা আক্তার স্মৃতি (১৭)। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী সিফাত। মঙ্গলবার রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

বন্দর পুলিশ ফাঁড়ির এসআই আরিফ পাঠান জানান, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।