নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৮ আগস্ট ২০২৫

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পূর্বাচল উপশহরে দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩১, ১৫ আগস্ট ২০২৫

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পূর্বাচল উপশহরে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী রূপগঞ্জ পূর্বাচল উপশহরে পালিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শুক্রবার (১৫ আগস্ট) বিকালে পূর্বাচল উপশহরের নানা ভাই হোটেলে বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এছাড়া রূপগঞ্জ উপজেলা ও দু’টি পৌরসভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমার্থকদের অংশগ্রহনের পূর্বাচল উপশহরের নানা ভাই হোটেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  তাছাড়াও স্থানীয় মসজিদে জুম্মাবাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ৎএসময়ে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপুর্ণ সুস্থতা কামনা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কণিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিপূর্ণ সুস্থ দীর্ঘায়ু, নিরাপদে-নির্বিঘ্নে স্বদেশ প্রত্যার্বতনে বিশেষ দোয়া করা হয়।

একই সাথে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থ-স্বাভাবিক জীবনযাপনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন নেতৃবৃন্দ। 

শুক্রবার বিকালে পূর্বাচল উপশহরের নানা ভাই হোটেলে সাড়ে ৫ টায় রূপগঞ্জ উপজেলার বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আব্দুলা সভাপতিত্বে সহসভাপতি দাউদপুর ইউনিয়ন বিএনপি সাইফুল ইসলাম হিরন মাস্টার সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা তাঁর আশু রোগমুক্তি কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। 

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহম্মেদ টুটুল, নারায়নগঞ্জ জেলার ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ,রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাছুম বাবুল,নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সাজেস্ট মোমেন,দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেনসহ অনেকে।