নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

৩০ আগস্ট ২০২৫

খালেদা জিয়ার জন্মবার্ষীকিতে এতিম ছাত্রদের নিয়ে শ্রমিক নেতা সেলিমের দোয়া 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৬, ১৫ আগস্ট ২০২৫

খালেদা জিয়ার জন্মবার্ষীকিতে এতিম ছাত্রদের নিয়ে শ্রমিক নেতা সেলিমের দোয়া 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদরাসার এতিম ছাত্রদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বাদ আছর আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার কার্যালয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশনায় বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৬৬৫) সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন ২১০ মেঃ ওঃ সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র (রেজিঃ নং ঢাকা ব-৪১৮৮)'র সাবেক প্রধান উপদেষ্টা সভাপতি মোসলেহ উদ্দিন সেলিমস উদ্যোগে মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা এবং দেশবাসী সকলের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ মহিউদ্দিন ইমদাদুল উলুম কাওমী মাদরাসা ও এতিম খানার হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশিদ। এসময় মাদরাসার এতিম ছাত্র ও বিএনপির নেতৃবৃন্দসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।