নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৫ সেপ্টেম্বর ২০২৫

ব্রহ্মপুত্র নদ দুষণ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও র‌্যালি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:২১, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ব্রহ্মপুত্র নদ দুষণ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও র‌্যালি

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁয়ের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ দুষণ ও দখলমুক্ত করার দাবিতে  আমরা নারায়ণগঞ্জের সন্তান সমাজকল্যাণ সংগঠনের আয়োজনে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলার ঈদবারদী ও সোনারগাঁও উপজেলার মাঝেরচর সংযোগ সেতুতে মানববন্ধনে আমরা নারায়ণগঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মো. মোক্তার হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১ সহ-সভাপতি মোঃ আল মোজাহিদ মল্লিক। 

বিশেষ অতিথি সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান, রুপালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ ভূইয়া, আড়াইহাজার উপজেলা অভিবাসী ফোরাম (ওকাপ) সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর সমাজ কল্যান সম্পাদক শাজাহান স্বপন, দপ্তর সম্পাদক সূচক চৌধুরী, জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক  আল আমিন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তবর্গ ও সংগঠনের সদস্যগন। 

মানব বন্ধনে বক্তারা অবিলম্বে নদী দখল মুক্ত ও দুষণ রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।