নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১০, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন 

রূপগঞ্জের ২১নং দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার-এর অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে অভিভাবকদের উদ্যোগে বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার ২০১৮ সালে বিদ্যালয়ে নিয়োগ পাওয়ার পর থেকে পেশাকে অবহেলা করে জমি-জমার ক্রয়-বিক্রয়ের কাজ সহ ব্যক্তিগত ব্যবসায় সময় ব্যয় করেন।

ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের শিক্ষার মান দিন দিন কমছে। ফলে শিক্ষার্থীরা এ বিদ্যালয় ছেড়ে যাচ্ছে। আগে যেখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৫' শ। বর্তমানে এখানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১'শ এর নিচে। এছাড়া বিদ্যালয়ে অনিয়মিত থাকায় ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। 

তাছাড়া, একজন প্রধান শিক্ষকের কাছ থেকে যে দায়িত্বশীলতা ও শিষ্টাচার প্রত্যাশিত, তার মধ্যে নেই। “শিশুদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। এমন শিক্ষক যদি বিদ্যালয়ে থাকেন, তাহলে শিক্ষার মান আরও নিচে নেমে যাবে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের জমিদাতা সুবেদ আলী, অভিভাবক জালাল উদ্দীন, বাবুল মিয়া, মমিন মিয়া প্রমুখ।