নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২১ অক্টোবর ২০২৫

ফতুল্লায় গৃহবধূ সুমা হত্যার মূল ঘাতক ২ বছর পর গ্রেপ্তার, আদালতে জবানবন্দি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:০৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফতুল্লায় গৃহবধূ সুমা হত্যার মূল ঘাতক ২ বছর পর গ্রেপ্তার, আদালতে জবানবন্দি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ সুমা আক্তার (৩০) হত্যাকান্ডের দুই বছর পর মূল ঘাতক নিহতের স্বামী শহিদুল্লাহ (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ফতুল্লার কাঠেরপুল কুতুবআইল এলাকায় অভিযান চালিয়ে পিবিআইয়ের তদন্তকারী অফিসার এসআই মোঃ রিয়াজ উদ্দিন রনি বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করে।

পিবিআইয়ের নারায়ণগঞ্জ’র পুলিশ সুপার মো: মোস্তফা কামাল রাশেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া শহিদুল্লাহ স্বীকার করেছে যে শ্যালিকা সোহানা আক্তারের (২৮) সঙ্গে পরকীয়া প্রেমের কারণে পারিবারিক কলহের জের ধরে সুমা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে হত্যা করে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানোর হয়। এবং সে তার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য ২০২৩ সালের ৭ নভেম্বর গভীর রাতে ফতুল্লার কাঠেরপুল কুতুবআইল জনৈক আনিসুর রহমান বাসুর টিনশেড বাড়িতে গৃহবধূ সুমি আক্তারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী শহিদুল্লাহ।

এ ঘটনায় নিহতের মা সাজেদা খাতুন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। ২০২৪ সালের ১৪ আগস্ট মামলাটির তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।