নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৮ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে স্কাই ড্রাগস কোম্পানির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৫, ২৭ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে স্কাই ড্রাগস কোম্পানির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের স্কাই ড্রাগস (ওরফে গেটকো) কোম্পানির বিরুদ্ধে জমি দখল ও বালুভরাটের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের আমবাগ চৌরাস্তার সামনে স্কাই ড্রাগস কোম্পানির মূল ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।

ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেন, স্কাই ড্রাগস নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকার কৃষকদের জমি জোরপূর্বক দখল করে বালু ভরাট করছে। ফলে আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা এই কোম্পানির কাছে জমির মালিক। অথচ আমাদের জমি জবরদখল করে শিল্পকারখানা নির্মাণের প্রস্তুতি নিচ্ছে তারা। প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিয়েও কোনো সমাধান পাইনি।”

এ সময় উপস্থিত ছিলেন আবু সাঈদ মোল্লা, লিটন বেপারী, তোমার ভূঁইয়া, মোয়াজ্জেম মোল্লা, দেওয়ান আনমন, বাতেন মোল্লাসহ অনেকে।

তারা সংশ্লিষ্ট প্রশাসন ও ভূমি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, “এই মাটি খেকো ও ভূমিদস্যুদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নইলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব।”