নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৪ নভেম্বর ২০২৫

বন্দরে নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৯, ২৩ নভেম্বর ২০২৫

বন্দরে নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযানে নারীসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় ধৃতদের কাছ থেকে ৪২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। 

ধৃত মাদক কারবারিরা হলো, বন্দর উপজেলার কেওঢালা পশ্চিমপাড়া এলাকার মৃত আফসার উদ্দিন মিয়ার ছেলে তাইজুল ইসলাম (৫০) ও বন্দর উপজেলার বালিগাও এলাকার মৃত জলিল মিয়ার স্ত্রী হাজেরা বেগম (৫৮)। 

পৃথক স্থান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ২৮(১১)২৫ ও ২৯(১১)২৫।  

গ্রেপ্তারকৃতদের পৃথক মাদক মামলায় রোববার  (২৩ নভেম্বর)  দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (২২ নভেম্বর) রাতে বন্দর উপজেলার কেওঢালা ও মাহামুদনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, কামতাল তদন্ত কেন্দ্রের টিএসআই তাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে ১২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাজুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ছাড়াও বন্দর থানার উপ পরিদর্শক মোঃ ফারুক হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার মাহামুদনগর এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাজেরা বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।