
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্হা (জাসাস) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক আনিসুল ইসলাম সানি বলেন, একটি মহল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ও কুরুচিপূর্ণ কথাবার্তা বলে।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সামনে নির্বাচন এই নির্বাচনকে কিভাবে বানচাল করা যায় সেজন্য একটি মহল আওয়ামীলীগের ছত্রছায়ায় থেকে কাজ করে যাচ্ছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন কথাবার্তা ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (১৯ জুলাই) দুপুরে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডস্হ জেলা প্রশাসকের কার্যালয়ের মেইন গেইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে জাসাস ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় তিনি আরও বলেন কোন ষড়যন্ত্র কারীরা সফল হতে পারবে না। যারা দেশের মধ্যে অস্বস্হিশীল পরিবেশে সৃষ্টি করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে।