নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১১ জুলাই ২০২৫

বন্দরে খাল ভরাট স্থান পরিদর্শনে উপজেলা প্রশাসন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৮:৫৪, ২ জুন ২০২১

বন্দরে খাল ভরাট স্থান পরিদর্শনে উপজেলা প্রশাসন 

বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদি নরবদী (জেলে পাড়া) ব্রহ্মপুত্র নদী হয়ে ভয়ে যাওয়া খাল ক্ষমতার দাপটে ভরাট করে নাম মাত্র কালভার্ট তৈরি করে পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটানো স্থানটি পরিদর্শন করে বন্দর উপজেলা প্রশাসন। 


মঙ্গলবার (১ জুন) বিকালে বন্দর উপজেলার ইউএনও শুল্কা সরকারের নির্দেশক্রমে খাল ভরাট স্থানটি পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরীন। 


এসময় খাল ভরাট স্থানটি পরিদর্শন শেষে সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরীন জানান, খালের উপর কালভার্ট তৈরির বিষয়টি উপজেলা প্রশাসন তদন্ত অফিস দেখছে প্রয়োজনে এর ব্যবস্থা নেওয়া হবে। 
 

সম্পর্কিত বিষয়: