নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

৩০ এপ্রিল ২০২৪

যে কারণে জেলায় এত উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হচ্ছে : হুইপ বাবু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৯, ৮ এপ্রিল ২০২৪

যে কারণে জেলায় এত উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হচ্ছে : হুইপ বাবু

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু বলেন, একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান আমাদের এমপি শামীম ওসমান ভাই। সারাদেশে উনার সুনাম রয়েছে।

অন্যদিকে একই পরিবারের সন্তান এমপি সেলিম ওসমান ভাই আমাদের অভিভাবক। আর  আমাদের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আপা নারী নেতৃত্বের আইডল।

এখানে যারা একত্রিত হয়েছেন, তাদেরকে আমরা সমর্থন জোগালেই নারায়ণগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব। তাদের কারণেই জেলায় এত উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হচ্ছে।

নারায়ণগঞ্জে হবে না এমন কাজ বাংলাদেশে নেই। ইচ্ছা করলেই হবে। ইচ্ছে করেছেন বলেই বড় বড় সড়কগুলো হয়েছে, নাসিম ওসমান সেতুসহ অসংখ্য কাজ হয়েছে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে শহরের নাগরিক সমস্যা নিরসনে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সোমবার (৮ এপ্রিল) শহরের চাষাঢ়ায় বিকেএমইএ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে বহুল আলোচিত হকার সমস্যা ছাড়াও ডিএনডি প্রজেক্ট নিয়েও আলোচনা হয়েছে।

এসময় হুইপ নজরুল ইসলাম বাবু আরও বলেন, রাজনৈতিক ব্যক্তিরা জনগণের জন্য কাজ করে। আমাদের মামা চন্দন শীল (জেলা পরিষদের চেয়ারম্যান) প্রতিটি থানায় ঘুরে ঘুরে কাজ করছেন। কল্যাণময় নারায়ণগঞ্জ গঠন করতে হলে আমাদের যে অভিভাবকেরা এখানে আছেন তারা কাজ করছেন। আমরা একসঙ্গে মিলে এ কাজগুলো করবো।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, সাবেক এমপি হোসেনে আরা বাবলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, নাসিক কাউন্সিলর শওকত হাসেম শকু, মাকসুদুর আলম খন্দকার খোরশেদ, অসিত বরণ, মনিরুজ্জামান মনির, বিভা হাসান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ মহসীন মিয়া, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ অনেকেই।