নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ সেপ্টেম্বর ২০২৩

ফতুল্লার কুতুবআইল স্কুলে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫১, ১৩ মার্চ ২০২৩

ফতুল্লার কুতুবআইল স্কুলে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভ

"মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলা  প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমনার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার কুতুবআইল মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী শিখার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পিটিআই সুপারিন্টেন্ডেন্ট মুশফিকা বিনতে সুলতান ও জেলা প্রাথমিক শিক্ষা সহকারি কর্মকর্তা মাহবুব আলম। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মরিয়ম খাতুন।


কুতুবআইল মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফাতেমা ফেরদৌস'র সঞ্চালনায় আলোচনা সভায় সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত বিষয়: