নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪

সাংবাদিক বদিউজ্জামানের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৭, ৪ জুন ২০২৪

সাংবাদিক বদিউজ্জামানের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক

ফতুল্লা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও বিজয় টিভি ফতুল্লা থানা প্রতিনিধি বদিউজ্জামানের (৪৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার (৪ জুন) বিকেলে  এক বিবৃতির মাধ্যমে তারা এ শোক প্রকাশ করেন।

বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খান, সাধারন সম্পাদক মহিউদ্দিন  সিদ্দিকী ও সহ- সাধারন সম্পাদক জি.এম. সুমন এক বিবৃতিতে জানান, ফতুল্লা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক বদিউজ্জামানের মৃত্যুতে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে।

সে সাথে তার বিদেহী আত্মার শান্তি কামনা করাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য গত সোমবার (৩ জুন) ভোর ৪টায় ঢাকা সোহরাওয়াদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।