নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

ঐতিহাসিক সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৫, ৭ নভেম্বর ২০২৪

ঐতিহাসিক সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন ও বাংলাদেশ ব্যাংকস্ এমপ্লোয়িজ ফেডারেশন নারায়ণগঞ্জ এরিয়ার উদ্যোগে ঐতিহাসিক সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নিজস্ব ইউনিয়ন কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী শ্রমিক দল কমিটির সহ কোষাদক্ষ ও বিশিষ্ট ট্রেড ইউনিয়ন লিডার জনাব আলহাজ্ব মো. আব্দুল্লাহ আল মামুন। 

উক্ত সভায় সভাপত্বি করেন জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ এরিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মো. ফজলুল হক সভা পরিচালনা করেন জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাংকস এমপ্লোয়িজ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি। 

প্রখ্যাত শ্রমিক নেতা জনাব মোঃ আলী আজগর আরো বক্তব রাখেন নারায়ণগঞ্জ এরিয়া কমিটির কার্যকরী সভাপতি মোঃ কাজল মিয়া সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাত হোসেন প্রখ্যাত শ্রমিক নেতা নূর মোহাম্মদ নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ মনির মল্লিক, যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুর রহমান ও অন্যান্য নেত্রীবৃন্দ। 

সমস্ত নেত্রীবৃন্দ বর্তমান প্রেক্ষ্যাগটে জনগণের আসা আঙ্খাকা ঘটনা নির্মিতের ঐতিহাসিক এই দিনে সমস্ত ট্রেড ইউনিয়ন নেত্রীবৃন্দকে শ্রমিক দলের ছায়াতলে একত্রিত হয়ে সংগঠনকে আরো শক্তিশালী করার মতামত ব্যক্ত করেন এবং পরিশেষে দীর্ঘ ১৬ বছরের দুর্নীতিবাজ দৈত্যের পতন ঘটানের নিমিত্তে দীর্ঘদিন যাবৎ যাহারা আন্দোলন সংগ্রাম করিয়া গুম, খুন, মামলা-হামলার শিকার হয়েছেন এবং রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে ৫ই আগস্ট ২০২৪ তারিখে খুনি স্বৈরাচারের পতন ঘটিয়ে স্বাধীনতাকে যুগ উপযোগী করে উপহার দিয়েছেন যারা, সেই বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং যারা পঙ্গুত্ব ও অন্ধ্যাত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনা করছি।


 

সম্পর্কিত বিষয়: