নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচন ২২ ফেব্রুয়ারি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২৬, ২৪ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচন ২২ ফেব্রুয়ারি

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৫-২০২৭ ইং মেয়াদের নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 

শনিবার (২৪ নভেম্বর) দুুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন বোর্ড ও নির্বাচন আপীল বোর্ডের ১ম যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই যৌথ সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৫-২০২৭ ইং মেয়াদের নির্বাচন আগামী ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্ধারণ করা হয়। 

সেই প্রেক্ষীতে বানিজ্য সংগঠন বিধি অনুযায়ী যে সকল প্রতিষ্ঠান ২৩ ডিসেম্বরের মধ্যে ২০২৪ সালের বকেয়া চাঁদা, হালনাগাদ ট্রেড লাইসেন্স ও আয়কর প্রত্যয়ন পত্র জমা প্রদান করবে শুধু সে সকল প্রতিষ্ঠানই ভোটার তালিকায় অন্তভূক্ত হবে উল্লেখ করে বানিজ্য সংগঠন এর নির্বাচন বিধি অনুযায়ী সম্পূর্ণ নির্বাচন তফসিল প্রণয়ন করা হয়।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জনাব প্রবীর কুমার সাহা ব্যবসায়ীক কাজে দেশের বাইরে থাকায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এর অনুরোধে এবং উপস্থিত নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান ও সকল সদস্যদের সম্মতিক্রমে সভার সভাপতিত্ব করেন নির্বাচন বোর্ডের সদস্য জনাব মাহমুদ হোসেন।

এ সভায় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ড এর সদস্য জনাব মাহমুদ হোসেন, জনাব স্বপন চৌধুরী, নির্বাচন আপীল বোর্ড এর চেয়ারম্যান জনাব ফজলুল হক রুমন রেজা, সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম ও এড. মোঃ জাকির হোসেন।

উল্লেখ্য গত ১০ই নভেম্বর, ২০২৪ইং তারিখে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ১২তম কার্যকরি সভায় ২০২৫-২০২৭ কার্যকালের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপীল বোর্ড গঠন করা হয়, নির্বাচন বোর্ডে বাংলাদেশ ক্লথ মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি ও এফবিসিসিআই সাবেক পরিচালক জনাব প্রবীর কুমার সাহা মহোদয়কে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব মাহমুদ হোসেন এবং দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক জনাব স্বপন চোধুরী এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে জনাব ফজলুল হক রুমন রেজা যিনি নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মাওলানা আব্দুল কাইয়ুম ও সিনিয়র এড. মোঃ জাকির হোসেন কে নির্বাচন আপীল বোর্ডের সদস্য হিসাবে সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।
 

সম্পর্কিত বিষয়: