নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০২ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনা ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৫, ১৫ এপ্রিল ২০২৪

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনা ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনা ও পানিতে ডুবে নাদিয়া ও জান্নাতুল নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ্ শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সাদারদিয়া ও কদমিরচর গ্রামে এই ঘটনা ঘটে।

জানাগেছে, শনিবার দুপুরে সাদারদিয়া নামক স্থানে ২টি অটো মুখোমুখি সংঘর্ষ হলে অটোতে থাকা যাত্রী নাদিয়া নিচে পড়ে যায়। এসময় অটোর সকল যাত্রী নাদিয়া উপর পড়লে নাদিয়া গুরুত্বর আহত হয়। 

আহত নাদিয়াকে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে হাসপাতাল থেকে স্বজনরা লাশ নিয়ে যায়। 

নাদিয়া তার মায়ের সাথে বেড়াতে যাচ্ছিল। নিহত নাদিয়া নরসিংদীর চরদিঘলদী নোয়াকান্দা এলাকার সাগর মিয়ার মেয়ে।

অপরদিকে জান্নাতুল তার মা ইতি বেগমের সাথে মেঘনা নদীতে গোসল করতে গেলে তার মা তাকে গোসল করে নদীর পাড়ে দাঁড় করে রেখে  নদীতে গোসল করতে নামলে জান্নাতুল অন্যান্য বাচ্চাদের সাথে মেঘনা নদীতে নেমে পানিতে তলিয়ে গিয়া ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

অনেকক্ষণ পর তার লাশ খুজেঁ পায়। শনিবার দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমিরচর গ্রামে এই ঘটনা ঘটে। জান্নাতুল কদমিরচর গ্রামের তৈয়বুর রহমানের মেয়ে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ এর সত্যতা নিশ্চিত করেন।