নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

৩০ ডিসেম্বর ২০২৫

বন্দরে ফেরি করে গাঁজা বিক্রি, রকি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:৪০, ৩০ জুন ২০২২

বন্দরে ফেরি করে গাঁজা বিক্রি, রকি গ্রেপ্তার

ফেরি করে গাঁজা বিক্রির সময় ৫শ’ গ্রাম গাঁজাসহ রকি (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় বন্দর ফাঁড়ীর উপ-পরিদর্শক নাহিদ মাছুম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে বুধবার (২৯ জুন) দুপুরে তাকে আদালতে প্রেরণ করেন। 


এরআগে মঙ্গলবার বিকেলে বন্দর থানার সোনাকান্দা ডকইয়ার্ডস্থ সিহাস স্টোরে সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গাঁজা ব্যবসায়ী রকি বন্দর থানার চৌধূরীপাড়াস্থ জনৈক তারেক মিয়ার বাড় ভাড়াটিয়া ও উক্ত এলাকার মৃত আলেক মিয়ার ছেলে। 


পুলিশজানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রকি দীর্ঘ দিন ধরে বন্দরে সোনাকান্দা, রুপালী, সালেহনগরসহ বিভিন্ন স্থানে ফেরি করে অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। মাদক ব্যবসায়ী রকি ফেরি করে গাঁজা বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।