নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৬ মে ২০২৪

বন্দরে ব্যবসায়ী বিরোধের জেরে হোসিয়ারী শ্রমিককে হত্যার হুমকি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১৩, ১৯ আগস্ট ২০২৩

বন্দরে ব্যবসায়ী বিরোধের জেরে হোসিয়ারী শ্রমিককে হত্যার হুমকি

বন্দরে ব্যবসায়ী বিরোধের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে এক হোসিয়ারী শ্রমিককে হত্যার হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভূক্তভোগী হোসিয়ারী শ্রমিক সামছুজ্জোহা বাদী হয়ে  বন্দর থানায়  সাধারন ডায়রী এন্ট্রি করেছে। যার জিডি নং- ৫০৬।

 

বন্দর থানার এএসআই রিপন জিডি পেয়ে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিপক্ষের হুমকি দামকি কারনে হোসিয়ারী শ্রমিক সামছুজ্জোহাসহ  তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। এ ব্যাপারে হোসিয়ারী শ্রমিক সামছুজ্জোহা গনমাধ্যমকে জানান, আমার ভাগ্নিা আমজাদ হোসেন র্দীঘ দিন ধরে মালেশিয়া প্রবাসে জীবন যাপন করে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছে।

 

এর ধারাবাহিকতায় গত ৮ মাস পূর্বে আমার ভাগ্নিা আমজাদ হোসেনের পিতা আনোয়ার হোসেনের কাছ থেকে হোসিয়ারী পন্য দেওয়ার কথা বলে নগদ ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরপর্দী এলাকার ফজলুল হক মিয়ার ছেলে প্রতারক মাসুদ মিয়া।

 

পরে আমার ভগ্নিপতি আনোয়ার হোসেন অনেক স্থানে খোঁজাখুজি করে মাসুদের সন্ধান পেয়ে  তার পাওনা টাকা দাবি করে। পরে এক পর্যায়ে মাসুদ বাধ্য হয়ে ৬ লাখ ৩০ হাজার টাকা হোসিয়ারী পন্য আনোয়ার হোসেনের নিকট প্রদান করে। এ ঘটনায় ভগ্নিপতি আনোয়ার হোসেন বাকি পাওনা টাকা চাইলে প্রতারক মাসুদ টাকা না দিয়ে উল্টা নানা ভাবে তালবাহানা করে।

 

এ ঘটনায় গত ২০ জুলাই সকাল ১০টায় আমি মাসুদকে চর-ঘারমোড়া বালুর মাঠে দেখতে পেয়ে আমার ভগ্নিপতি পাওনা ৪ লাখ ২০ হাজার টাকা চাইলে ওই সময় দেনাদার প্রতারক মাসুদসহ অজ্ঞাত নামা ২/৩ জন উল্টা আমাকে অকথ্য ভাষায় গালাগালিসহ প্রাননাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।