নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৮ অক্টোবর ২০২৫

বন্দরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩২, ২২ আগস্ট ২০২৫

বন্দরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ৪৩০ গ্রাম গাঁজাসহ  ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকার  শাহজাহান মিয়ার ছেলে নূরে আলম (৪৬) ও একই এলাকার শহিদ ওরফে লেংড়া শহিদ মিয়ার স্ত্রী মিম (২৭)।

গাঁজা উদ্ধারের ঘটনায়  বন্দর থানার উপ পরিদর্শক খায়রুল বাসার বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা- ৩১(৮)২৫। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২২ আগস্ট) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে।

এর আগে গত বৃহস্পতিবার (২১ আগস্ট)  রাতে বন্দর থানার মদনগঞ্জ বাসস্ট্যান্ডস্থ বেঁদেপট্রি মহরচাঁনের রিক্সার গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। 

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে মদনগঞ্জ বাসস্ট্যান্ডস্থ বেঁদেপট্রি এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।