নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫

ফতুল্লায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৫৩, ১৯ অক্টোবর ২০২১

ফতুল্লায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

ফতুল্লায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২৬ বছর বয়সী সিমা বেগম নামে এক গৃহীনির মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লার মাসদাইর এলাকায় এঘটনা ঘটে।

 

ঘটনার সময় ট্রাকটি বেপরোয়া গতিতে ফতুল্লার পঞ্চবটির দিকে পালিয়ে যাওয়ার পথে তাকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত সিমা ফতুল্লার আফাজনগর এলাকার কাপড় ব্যবসায়ী সোহেল মিয়ার স্ত্রী।


সোহেল মিয়া জানান, সিমা বেগম শহরের চাষাঢ়ায় ডাক্তার অমল বোসের কাছ থেকে চিকিৎসা নিয়ে পায়ে হেটে বাসায় ফিরছিলেন। এসময় বেপরোয়াগতির ট্রাকটি তাকে চাপা দেয়।


ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।