নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৯ মার্চ ২০২৪

সোনারগাঁয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৫

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৪১, ২ জুলাই ২০২২

সোনারগাঁয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সদ্য অনুষ্ঠিত মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনি'র সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু'র সমর্থকদের বিরুদ্ধে।

 

আহত আঃ আলী জানান, শনিবার (২ জুলাই) দূপুর ১২.৩০ মিনিটের দিকে মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনি'র সমর্থক মান্নান ওরফে মনা,শাহারুল,আঃ আলী ও সাকিলসহ ৫জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে বিজয়ী চেয়ারম্যান বাবু'র সমর্থক সুমন,রাহিম,হৃদয়,জহির ও নজু সহ অজ্ঞাত ১০/১২জন।পরবর্তীতে আহতদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী উদ্ধার করে সোনারগাঁও উপজেলা হাসপাতালে ভর্তি করেন।আহতদের মধ্যে মনা ও শাহারুলের মাথায় একাধিক কোপের আঘাত থাকায় তাদের অবস্থা আশংঙ্কা জনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

 

এ ঘটনায় নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনি হামলা কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

 

এ বিষয়ে সদ্য নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু মুঠোফোনে বলেন,এমন কোন হামলার ঘটনা আমার জানা নেই।একটি মহল স্থানীয় কোন মারামারিকে নৌকার সমর্থকের ওপর হামলা বলে অপপ্রচার করছে।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন,এ ঘটনায় অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত বিষয়: