
নগরীর কালিরবাজারে নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষক মো: মাহমুদুল হাসান ভুইয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের তথ্যমতে, মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারী মো: বাদশা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মাহমুদুল হাসান ভুইয়ার মোবাইলে ফোন করে জানায় যে, শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবের দুটি এসির কয়েল/তার কেটে কে বা কারা চুরি করে নিয়ে গেছে।
যার মূল্য ৪০ হাজার টাকা। সংবাদ পেয়ে মাহমুদুল হাসান ভুইয়া দ্রুত প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা পর্যালোচনা করে দেখেন ভোর ৫টার সময় অজ্ঞাতনামা চোর শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে কম্পিউটার ল্যাবের দুটি এসির কয়েল/তার কেটে নিয়ে গেছে।
পরে তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জমা দেন।