যথাযথ মর্যাদায় ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করেছে ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুল এন্ড কলেজ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১০টায় কমর আলী স্কুল প্রাঙ্গণে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নূরুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের সহকারী শিক্ষক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. বেলায়েত ও সহকারী শিক্ষকা রমা রায়।
এছাড়াও অনুষ্ঠানে কমর আলী স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষয়িত্রীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

































