আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে। বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের একমাত্র ইসলামিক রাজনৈতিক দল ‘ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং দলের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীর সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বন্দর সরকারি কদম রসুল কলেজ সংলগ্ন মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ‘চেয়ার’ প্রতীকের সমর্থনে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেন, “আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাসী। সুফিবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে চাই। নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত এক আধুনিক ও শান্তিময় জনপদ গড়তে আগামী নির্বাচনে ‘চেয়ার’ প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।”
তিনি আরও বলেন, “ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সবসময় সত্য ও ন্যায়ের পথে অবিচল। আমরা শোষিত মানুষের পক্ষে কথা বলি। সুন্নী জনতার ঐক্য ও জনগণের ভালোবাসাই আমাদের শক্তি। ইনশাআল্লাহ, বিজয়ী হয়ে আমরা নারায়ণগঞ্জের সদর ও বন্দর এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করব।”
সমাবেশে বক্তারা বলেন, আল্লামা বাহাদুর শাহ্ মোজাদ্দেদী একজন সৎ, যোগ্য এবং আদর্শবান নেতা। তাকে নির্বাচিত করলে এলাকায় ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি বজায় থাকবে। বক্তারা আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে সকলকে ‘চেয়ার’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, যুগ্ম মহাসচিব মো: আমজাদ আলী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মো: তরিকুল হাসান লিংকন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মজলিশে শুরা সদস্য আবু সাইদ কাদেরী, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর সভাপতি মো: মনির হোসাইন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা’র সভাপতি ইকবাল সোবহান এপোলো, সিনি: সহ সভাপতি মো: মাহবুবুর রহমান গেলমান, সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেন কাওছার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বন্দর থানা’র সভাপতি- আলহাজ্ব মিজানুর রহমান, সুপ্রিম পার্টির বন্দর থানার সভাপতি, মো: মাসুম আহমেদ, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাহাত হাসান রাব্বী, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: সানী দেওয়ান।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বৃহত্তর সুন্নী জোটের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়, যা বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় এলাকায় ‘চেয়ার’ প্রতীককে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


































