নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৩ মে ২০২৫

আড়াইহাজারে গ্যাস বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২১, ২২ মে ২০২৫

আড়াইহাজারে গ্যাস বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

আড়াইহাজার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- কামরুল হাওলাদার (৩০), আতিকুর রহমান (২৫), মো. আফ্রিদি (২৪) এবং মো. হাবিবুর রহমান সোহাগ (৩২)। 

আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে আফ্রিদির শরীরের ৮ শতাংশ, আতিকুরের ৫ শতাংশ, কামরুলের ৩.৫ শতাংশ এবং হাবিবুরের ১.৫ শতাংশ পুড়ে গেছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। সবাইকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. আসলাম জানান, চারজনই খানপাড়া এলাকার মিথিলা টেক্সটাইল মিলে কাজ করেন এবং একসঙ্গে একটি রুমে থাকেন। সকালে রান্না করার সময় গ্যাস জমে থাকা কারণে ম্যাচ জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ হন। ঘটনা জানার পর দ্রুত তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

মিথিলা টেক্সটাইল মিলের পরিচালক হিমেল খান জানান, ওই এলাকায় শ্রমিকরা একটি বাসায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার ভোরে রান্না করার সময় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আমরা নিয়মিত তাদের খোঁজ খবর রাখছি।

আড়াইহাজার ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রবিউল হাসান বলেন, দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।