নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৭ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৫, ২৬ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায়  ও নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের আটিস্থ হাউজিং এলাকার অধিবাসী মো: মোহর চাঁন। সোমবার (২৫ আগস্ট) তিনি এই অভিযোগ জমা দিয়েছেন। 

যাদের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে তারা হলেন-সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী হিরা (৩৫), পিতা-মোখলেসুর রহমান, বিএনপিকর্মী মাহবুব হোসেন (৪০) পিতা-মৃত লাল মিয়া, কামরুল হাসান সেন্টু (৪৫) পিতা-নুর মোহাম্মদ, জাকির হোসেন (৩০) পিতা-মৃত ইদ্রি আলী। তারা সবাই ৪নং ওয়ার্ডের বাসিন্দা। 

থানায় দেয়া লিখিত অভিযোগে মোহর চাঁন উল্লেখ করেন, আমি বিগত ১৫ বৎসর যাবৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য মালামাল ক্রয়ের টেন্ডার পেয়ে ব্যবসা পরিচালনা করতেছি।

উক্ত বিবাদীরা প্রায় সময় আমাকে আমার উক্ত স্থানের টেন্ডার বিবাদীগনের নিকট হস্তান্তর করিতে বলে এবং আমার নিকট প্রায় সময় চাঁদা দাবী করে আসতেছে। আমি উক্ত বিবাদীগনের কথা মত কর্ম না করলে বিবাদীগন আমার উপর ক্ষিপ্ত হয়। 

এরই  জের ধরে গত ২৪ আগস্ট রাত অনুমান সোয়া ৮টার সময় বিবাদীগন সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল পুরাতন পট্টিতে আমার দোকানে এসে আমার নিকট ১ লাখ টাকা চাঁদা দাবি করে।

আমি বিবাদীগনের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে বিবাদীগন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি বিবাদীগনকে গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীরা আমাকে বিভিন্ন হুমকি প্রদান করে চলে যায়। 

এর পরদিন ২৫ আগস্ট দুপুর অনুমান সোয়া ১টার সময় বিবাদীগন আমার টেন্ডার নেওয়া সাইডে গিয়ে আমার কর্মচারীদের এই মর্মে হুমকি প্রদান করে যে, আমি যদি বিবাদীগনের দাবিকৃত চাঁদা প্রদান না করি বিবাদীগন আমার সকল কর্ম বন্ধ করে দিবে বলে হুমকি প্রদান করে চলে যায়।

বিষয়টি আমার পরিবারের লোকজনদের সাহিত আলাপ-আলোচনা করে এবং স্থানীয় লোকজনদের ঘটনা জানিয়ে থানায় এসে অভিযোগ প্রদান করিতে বিলম্ব হল।

এছাড়াও মোহর চাঁন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সোমবার (২৫ আগস্ট)।

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মনির বলেন, এরকম একটি অভিযোগ হয়েছে শুনেছি। এখনও হাতে পাইনি। সারদিন বাহিরে ছিলাম। অভিযোগ দেখে পরবর্তী ব্যবন্থা নেয়া হবে।