নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৪ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে সন্ত্রাসী হামলা নারীসহ একই পরিবারের ৪ জন আহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে সন্ত্রাসী হামলা নারীসহ একই পরিবারের ৪ জন আহত

বন্দরে মিথ্যা পরকিয়া অপবাধ দিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় বৃদ্ধা নারীসহ একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। আহতরা হলো লিলি বেগম (৫৮) তার ছেলে রিয়াজ (২৫) ও হৃদয় (২৮) জামাতা রিবন (৩৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় আহত লিলি বেগমের মেয়ে শিপন আক্তার বাদী হয়ে হামলাকারি মাহাবুব, একিম, ইব্রাহিম, আমজাদ ও শফিকুল ইসলামকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বন্দর থানার পদুঘর স্ট্যান্ডে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার উলাক এলাকার বাদিনী শিপন আক্তারসহ তার পরিবারের  সাথে একই থানার পদুঘর এলাকার মৃত আনোয়ার মিয়ার ছেলে প্রতিপক্ষ মাহাবুব একই এলাকার শফিকুল মিয়ার ছেলে শাহীন আলম ওরফে একিম একই এলাকার মৃত নজরুল মিয়ার ছেলে ইব্রাহীম একই এলাকার মৃত গফুর মিয়ার আমজাদ ও একই এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে শফিকুলদের দীর্ঘ দিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।

এর ধারাবাহিকতা গত শনিবার সকাল সাড়ে ১০টায় বন্দর থানার পদুঘর স্ট্যান্ডের সামনে  মিথ্যা পরকিয়া অপবাদ দিয়ে বাদিনী ছোট  ভাই রিয়াজকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালায়।

ওই সময় তার ডাক চিৎকারে শব্দ পেয়ে  তার মা লিলি বেগম বড় ভাই হৃদয় ও জামাতা রবিন তাকে বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় হামলাকারিরা তাদেরকে পিটিয়ে নিলাফুলা জখম করে পালিয়ে যায়।