নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৬ অক্টোবর ২০২৫

জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনায় মুফতি মনির কাসেমী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২০, ১০ অক্টোবর ২০২৫

জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনায় মুফতি মনির কাসেমী

নারায়ণগঞ্জে আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করেছেন মুফতি মনির হোসেন কাসেমী।

তিনি বলেন, “যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করে কিন্তু নিজেদের প্রতীকে আল্লাহর নাম পর্যন্ত রাখতে লজ্জা পায়, তাদেরকে বিশ্বাস করা যায় না।”

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে শহরের কাশিপুর হাটখোলায় কাসেমী পরিষদের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার ওলামা, মাশায়েখ, পীর ও আলেমরা উপস্থিত ছিলেন।

মুফতি মনির কাসেমী বলেন, “যারা ইসলামের নাম নেয় কিন্তু জীবনে ইসলামের চর্চা নেই, তাদের সেই ইসলাম রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার ছাড়া কিছু নয়। বাংলাদেশে এমন ভণ্ডামির জায়গা নেই।”

তিনি আরও ঘোষণা দেন, “আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রতিটি ইউনিয়নে দুটি করে আধুনিক মানের ক্লিনিক স্থাপন করব। সেখানে মানুষ বিনামূল্যে ঢাকার ব্যয়বহুল ক্লিনিক গুলোর মত উন্নত চিকিৎসা পাবে।”

সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাওলানা জুনায়েদ আল হাবিব। সভাপতিত্ব করেন মুফতি মনির হোসেন কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা নূরুজ্জামান সেলিম, মাওলানা নূরুল ইসলাম সেলিম ও মুফতি বজলুর রশিদ।সভায় বক্তারা ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক রাজনীতি ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।