নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা থানা কৃষকদলের গণদোয়া  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৫, ১২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা থানা কৃষকদলের গণদোয়া  

‎বিএনপি চেয়ারপারসন তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফতুল্লা থানা শাখার উদ্যোগে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার বিকেলে ফতুল্লার  শিয়াচর তক্কার মাঠ এলাকায় ফতুল্লা থানা কৃষকদলের  আহবায়ক  জুয়েল আরমানের সভাপতিত্বে  সদস্য সচিব সুমন মাহমুদের সঞ্চালনায় ও ফতুল্লা থানা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইব্রাহীমের সার্বিক তত্বাবধায়নে এই আয়োজন করা হয়।

‎‎দোয়া ও মিলাদ মাহফিলে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা  বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব। 

‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের  কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মোল্লা, ফতুল্লা  থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি,  নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি শাহিন মিয়া, সাধারণ  সম্পাদক আলম মিয়া , ফতুল্লা  থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা তাতীদলের আহবায়ক  ইউনুস, ফতুল্লা থানা  শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী,  যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম রবিন ,যুগ্ম আহবায়ক সোহেল মোল্লা,ইদ্রিস আলী, বিল্লাল হোসেন আশিক,সাকিল গাজী, মারুফ আহম্মেদ,দিদার হোসেন,আমিনুল ইসলাম ‎, শাহাদাত চৌধুরী, আহম্মেদ আলী রনি,সোহেল রানা,রেমন রাজিব, সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।