নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪

ধর্মীয় সংস্কৃতির জন্য না’গঞ্জের আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন খোরশেদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৩৭, ২৬ নভেম্বর ২০২২

ধর্মীয় সংস্কৃতির জন্য না’গঞ্জের আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন খোরশেদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, আমাদের এই মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান ও শ্মশান একটি ঐতিহাসিক জায়গা। গত আড়াইশ বছর যাবৎ আমরা নারায়ণগঞ্জবাসী এই ঐতিহ্য লালন করছি। আমরা ইতোমধ্যে এটাকে সাজিয়েছি। 


শুক্রবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জের মাসদাইর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান মসজিদে জুমার নামাজের পরে একথা বলেন তিনি।


তিনি আরও বলেন, আমার আবেদন থাকবে আপনাদের কাছে যে শুধু বাংলাদেশ না, এশিয়া মহাদেশে আমরা দেখেছি এমন ধর্মীয় সম্প্রীতির জায়গা কোথাও নেই। এমন সমাধিস্থল কোথাও নেই। যেখানে সব ধর্মের মানুষের শেষ ঠিকানা পাশাপাশি। এটাকে যেন জাতীয় ভাবে স্বীকৃতি দেয়া হয় সেই বিষয়ে ব্যাবস্থা নেয়ার জন্য আবেদন জানাচ্ছি। 


তিনি বলেন, আমাদের নারায়ণগঞ্জ খুবই ঘনবসতিপূর্ন এলাকা। এখানে প্রতিদিনই দশ পনেরোজন করে দাফন করতে হয়। আমাদের জমি আছে কিন্তু ভরাট করা নেই। আমরা কিছু অংশ ভরাট করেছি। তবে নারায়ণগঞ্জে এত পরিমান মাটি নেই। বাইরে থেকে মাটি আনলে পরিবহন খরচ অনেক বেড়ে যায়। এ বিষয়টি একটু দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। 


এসময় উপস্থিত ছিলেন, মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোহাম্মদ রাসেল প্রমূখ।
 

সম্পর্কিত বিষয়: